গানের সৌন্দর্যবোধ ও প্রকাশ ভঙ্গিমা

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ গানের সৌন্দর্যবোধ ও প্রকাশ ভঙ্গিমা।

গানের সৌন্দর্যবোধ ও প্রকাশ ভঙ্গিমা

 

গানের সৌন্দর্যবোধ ও প্রকাশ ভঙ্গিমা

 

গানের সৌন্দর্যবোধ ও প্রকাশ ভঙ্গিমা

১। Uses of the Perfect Notes and Tones প্রতিটি স্বরের স্বরুপ অনুসারে কন্ঠস্বর নিক্ষেপ করা, স্বরের সুরেলা ভাব এবং ওজন, পরিধি, পরিমাণ, সময়, দূরত্ব ঠিক রেখে গানের সময় অনুসারে এবং গানের ভাব অনুসারে স্বর প্রয়োগ করা।

২। Expression বাক্য বিন্যাসের ভাব-ভঙ্গিমা। গানের ভাব ও বাণী অনুসারে এবং সেই বাণীর ভাবধারা প্রকাশ করার প্রয়োজনবোধে কণ্ঠস্বরের প্রকাশ করা এবং তার ভাব-বিন্যাস অনুসারে কন্ঠস্বরের অর্থাৎ আওয়াজের তারতম্য করা।

৩। Articulation- (উচ্চারণ ভঙ্গিমা)-অ -অনেক সময় একটি কথা অনেকভাবে তার অর্থ প্রকাশ করতে পারে। যেমন, মানুষ রেগে গিয়ে কাউকে ডাকে ‘এই এদিকে এসো’- তখন তার কন্ঠে ক্রোধের ভাব আবার অনেক সময় নাবাচক শব্দ প্রয়োগ করে বলি এই এদিকে এসো না তখন আমরা এই না শব্দটি অনুরোধ বা আদরের সঙ্গে ব্যবহার করি, কিন্তু যখন শাসনের সুরে বলি তখন মানে হয় একেবারে বারণ করা ।

8 | Accent – উচ্চারণের সময় শব্দের অংশ বিশেষের উপর জোর দেওয়া- স্বরাঘাত করা। যেমন শ, ষ, স উচ্চারণ করার ক্ষেত্রে তিনটি উচ্চারণ তিন প্রকার হয়। উচ্চারণ বা Accent এর জন্য অনেক সময় কথার মানে বিকৃত হয়। ন, ণ, ব, ড়, ঢ়, ই, ঈ, ও, হসন্ত, রেফ, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সঠিক উচ্চারণ ।

 

গানের সৌন্দর্যবোধ ও প্রকাশ ভঙ্গিমা

 

৫। Pronunciation সঠিক অর্থযুক্ত শব্দের উচ্চারণ। যেমন অশেষ, সবিশেষ, স্বর, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে তবে শব্দটি অর্থপূর্ণ হয়েছে। এখন যদি হম্বই-এর উচ্চারণ যতখানি হওয়া উচিত ততখানি না করে ছেড়ে দেওয়া এবং স্ব-এর সংযুক্ত উচ্চারণ জিহ্বায় উচ্চারিত না হয় তবে তার অর্থ প্রকাশ পাবে না। যেমন দিন মানে Day আবার দীন মানে দরিদ্র (Poor), এই দিন উচ্চারণ যদি স্পষ্ট না হয় তবে মানে একেবারে উল্টে যাবে।

৬। Phrasing – বাক্যাংশের প্রকাশভঙ্গী। গানে শ্রুতিমধুর বাক্য রচনা হয়। যেসব শব্দচয়নে গানের অসুবিধা হয় সেইসব শব্দ ব্যবহার না করা।

৭ | Breathing in Correct Places সঠিক স্থানে শ্বাস গ্রহণ করা এবং নিঃশ্বাস ত্যাগ করা। শ্বাসপ্রশ্বাসের জন্য অনেক সময় উচ্চারণ বিকৃত হয় এবং কণ্ঠে সুমধুর স্বর লহরী সৃষ্টির ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয়। যেমন একটি হারমোনিয়মের বেলো খুব জোরে বাজালে এবং এলোমেলোভাবে হাওয়া ছাড়লে রীড বাজাবার সময় যেমন স্বরের কোন শ্রুতিমধুর সামঞ্জস্য থাকে না সেইরুপ Breathing ঠিক না হলে গানের মাধুর্য আসে না।

৮। Tones Movement of the Tongue and Lips স্বর উচ্চারণ এবং বাণী উচ্চারণ করার সময় জিহবা এবং দুটি ঠোঁটের action হওয়া প্রয়োজন, তা না হলে উচ্চারণ স্পষ্ট হবে না ।

 

গানের সৌন্দর্যবোধ ও প্রকাশ ভঙ্গিমা

 

৯ | Expression of the Soul- হৃদয়ের অনুভূতি ও আবেগ প্রকাশ । গানের ক্ষেত্রে হৃদয়ের স্পর্শ গানে না থাকলে গানে কোন প্রাণ থাকে না, তখন গান হয়ে যায় অসাড় ।

১০ । Composition of Musical Notes সঙ্গীতের স্বর ও সুরের রচনা কৌশল। কণ্ঠসঙ্গীত শিল্পীর জন্য একান্ত প্রয়োজন Musical Voice, Melodious Voice কন্ঠস্বরের মাধুর্য, কন্ঠে সতেজ স্পর্শ স্বর। হৃদয়ের অনুভূতি ।

আরও দেখুন:

Leave a Comment