আজকে আমাদের আলোচনার বিষয়ঃ রাগ সঙ্গীত সাধনার সূচীপত্র ।
রাগ সঙ্গীত সাধনার সূচীপত্র
ভূমিকা
ঙ্গীতকে ভালবাসি না একথা ভাবতেও কষ্ট হয়। সঙ্গীত মানুষের সুখে, দুঃখে, বিরহে, বেদনায়, নঃসঙ্গে, আনন্দের একমাত্র সঙ্গী বলে আমি মনে করি। তাই শাস্ত্রে বলেছেন— “ন বিদ্যা সঙ্গীতাদপরা” অর্থাৎ সঙ্গীত অপেক্ষা অন্য কোন বিদ্যা শ্রেষ্ঠ নহে ।
রাগ সঙ্গীত সাধনা (১ম, ২য় ও ৩য় খণ্ড) গ্রন্থ তিনটি প্রকাশ করার পর গ্রন্থগুলো নিঃশেষ হয়ে যায়। এরপর পুনরায় রাগ সঙ্গীত নাধনা (অখণ্ড) নামের গ্রন্থটির সম্পাদনার কাজ শুরু করি। এটা অত্যন্ত কঠিন কাজ। আমরা জানি রাগ সঙ্গীত সঙ্গীতের মূল ভিত্তি। এটার সমঝদার শ্রোতার সংখ্যাও যেমন কম এবং শেখার ধৈর্য্যও অনেকের কম । তাই আমার ক্ষুদ্র জ্ঞানে সহজ সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র ।
এই গ্রন্থটির সম্পাদনার করার জন্য যে সকল বইয়ের সাহায্য আমি নিয়েছি (সহায়ক পঞ্জিকা পৃষ্ঠা নং-৩৪৬) তাঁর লেখকদের কাছে আমি কৃতজ্ঞ । তাছাড়া, নওরোজ কিতাবিস্তান গ্রন্থটি প্রকাশ করে আমাকে কৃতজ্ঞপাশে আবদ্ধ করেছেন।
বইটির প্রচ্ছদ এঁকেছেন আফরোজা আনজুম । ছবির স্ক্যান করে সাহায্য করেছেন শিবেন চক্রবর্তী ও সরকার ইমরুল বারী (সমুদ্র)। এই বইটি প্রকাশে যারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন তারা হলেন—মোঃ আবুল হোসেন, মোঃ ওয়াসিউজ্জামান খোকন, সুকুমার চন্দ্র সিংহ, সাধন চন্দ্র বর্মণ, খায়রুল আনাম, ইমদাদুল হক, মোঃ হানিফ, মোঃ জোয়াদ, সীমা ঘোষসহ আরও অনেকে। যদি এই বইটি কোন সঙ্গীত পপাসুদের কাজে লেগে থাকে তবে আমার কষ্ট সার্থক হবে বলে আমি মনে করি ।
সূচিপত্র
প্রথম অধ্যায় :সঙ্গীতের উদ্ভব
- সঙ্গীতের উদ্ভব
- জীবনে সঙ্গীতের প্রয়োজনীয়তা
- গান শিখানোর জন্য যা জানা বিশেষ প্রয়োজন
- কণ্ঠ সঙ্গীত শিল্পীদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য
- গানের সৌন্দর্যবোধ ও প্রকাশ ভঙ্গিমা
দ্বিতীয় অধ্যায় : সঙ্গীতের বিষয়ক সংজ্ঞা
তৃতীয় অধ্যায়ঃ রাগরূপ নির্ণয়
- রাগরূপ নির্ণয়
- ঠাটের সংগা,পরিচয় ও বৈশিষ্ট্য
- রাগের সংগা ও বৈশিষ্ট্য
- দশটি ঠাঁট থেকে উৎপন্ন রাগসমূহ
- রাগের সময় চক্র
- শ্রুতি ও স্বর
- সঙ্গীতের স্বর
- গান ও গায়ক
চতুর্থ অধ্যায়ঃ স্বরলিপি পরিচিতি
- স্বরলিপি পরিচিতি
- আকার মাত্রিক স্বরলিপি পদ্ধতি
- সঙ্গীতে স্বরলিপির প্রয়োজনীয়তা
- সুরকার,গীতিকার ও কণ্ঠ শিল্পী
পঞ্চম অধ্যায়ঃ হারমোনিয়ন ব্যবহার প্রনালী
- হারমোনিয়ন ব্যবহার প্রনালী
- কণ্ঠ সাধনা
- কণ্ঠ সাধনার জন্য কাহারবা,দাদরা,তেওড়া ও ঝাঁপতালে শুদ্ধ স্বরযোগে কতিপয় পাল্টা বা অলংকার
ষষ্ঠ অধ্যায়ঃ জনক রাগের পরিচয়সহ সার্গামগীত,লক্ষণগীত,তারানা,ছোট খেয়াল ও বড় খেয়াল
- জনক রাগের পরিচয়সহ সার্গামগীত,লক্ষণগীত,তারানা,ছোট খেয়াল ও বড় খেয়াল
সপ্তম অধ্যায়ঃ বিভিন্ন রাগের পরিচয়সহ ছোট খেয়াল ও বড় খেয়াল
- বিভিন্ন রাগের পরিচয়সহ ছোট খেয়াল ও বড় খেয়াল
অষ্টম অধ্যায়ঃ তাল বিভাগ
- তালের উৎপত্তি
- তাল বিষয়ক সংজ্ঞা
- তাল বিষয়ক কিছু প্রশ্ন
- হিন্দুস্থানী ও কর্ণাটকী তাল-পদ্ধতির তুলনা
- আকার মাত্রিক পদ্ধতিতে তাল লিখন
- বিভিন্ন তালের মধ্যে তুলনা
নবম অধ্যায় : ঘরানা পরিচিতি
- ঘরানা পরিচিতি
- বিভিন্ন প্রকার ঘরানার সংক্ষপ্ত বর্ননা
দশম অধ্যায়: বিভিন্ন রাগের পরিচয়
- বিভিন্ন রাগের পরিচয়র
- বিভিন্ন রাগের মধ্যে তুলনা
একাদশ অধ্যায়ঃ গীতের প্রকার
- গীতের প্রকার
দ্বাদশ অধ্যায়: বাদ্যযন্ত্র পরিচিতি
- বাদ্যযন্ত্র পরিচিতি
- বক্স হারমোনিয়াম
- তবলা পরিচিতি
- তানপুরা পরিচিতি
- দোতারা পরিচিতি
- বীণা পরিচিতি
- সেতার পরিচিতি
- সুরবাহার পরিচিতি
- সরোদ পরিচিতি
- অন্যান্য বাদ্যযন্ত্রের পরিচিতি
ত্রয়োদশ অধ্যায়ঃ পাশ্চত্য সঙ্গীত সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা
- স্বরঃ পাশ্চাত্য ধারণা
- বিভিন্ন প্রকার স্কেল
- পাশ্চাত্য সঙ্গীতে তাল
- টাইম সিগনেচার
- স্ট্যান্ডার্ড নোটেশন
- বিভিন্ন প্রকার ক্লেফ
- স্টেম প্রয়োগ করার নিয়ম
- কী সিগনেচার
- বিরাম চিহ্নসমূহ
- ডটেড নোট
চতুর্দশ অধ্যায় : সঙ্গীত বিষয়ক নিবন্ধ
- রাগে বিবাদী স্বরের প্রয়োগ
- সুরই সঙ্গীতের প্রাণ
- রাগ সঙ্গীত ও লোক সঙ্গীত
- সঙ্গীতের রস
- সঙ্গীত ও ললিতকলা
পঞ্চদশ অধ্যায়ঃসঙ্গীত সাধকদের সংক্ষিপ্ত জীবনী
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- দ্বিজেন্দ্রলাল রায়
- অতুল প্রসাদ সেন
- রজনীকান্ত সেন
- পল্লী কবি জসিম উদ্দিন
- শার্ঙ্গ দেব
- লালন শাহ্
- হাসন রাজা
- মুকুন্দ দাস
- আব্বাস উদ্দিন
- স্বামী হরিদাস
- ফৈয়াজ খাঁ
- যদু ভট্ট
- তারাপদ চক্রবর্তী
- মীরা বাঈ
- সদা রঙ্গ
- তুলসী দাস
- আমীর খসরু
- সঙ্গীত সম্রাট তানসেন
- পন্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখতে
- ওস্তাদ খাঁ
- পন্ডিত বিষ্ণু দিগম্বর আলাউদ্দিন
- বড়ে গোলাম আলি খাঁ
- কমলদাশ গুপ্ত
- আবদুল করিম খাঁ
আরও দেখুন: