Site icon Classical Gurukul [ শাস্ত্রীয় সঙ্গীত গুরুকুল ] GOLN

হারমোনিয়ন ব্যবহার প্রনালী

হারমোনিয়ন ব্যবহার প্রনালী

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ হারমোনিয়ন ব্যবহার প্রনালী।

হারমোনিয়ন ব্যবহার প্রনালী

 

 

হারমোনিয়ম ব্যবহার প্রনালী

শিক্ষার্থীদের হারমোনিয়ম বাজানোর জন্য গায়ককে সোজা হয়ে বসতে হবে এবং এমনভাবে বসতে হবে যেন অনেকক্ষণ বসে থাকলেও কোন অসুবিধা না হয়। গান গাইবার সময় গায়কের উচিত যেন ভালভাবে মুখ খুলে গান করেন।

আলো বাতাস যুক্ত শান্ত সুন্দর পরিবেশ হলে গানও ভাল হবে। হারমোনিয়ম বাজানোর জন্য দুটি হাতই ব্যবহার করা প্রয়োজন। ডান হাতি শিক্ষার্থীরা বাম হাতে হারমোনিয়মের বেলো (Belo) এবং ডান হাতে রীড বা পর্দা (Reed) চেপে স্বর বাজাতে হবে।

বা-হাতি শিক্ষার্থীদের বেলায় উল্টো নিয়ম । রীডগুলো উপরে খুব আস্তে করে আঙ্গুল চালাতে হবে। হারমোনিয়ম বাজাবার সময় ডান হাতের কজি রীড বোর্ডের উপরে থাকবে। নিম্নে একটা ছবির সাহায্যে দেখানো হলো-

 

 

খেয়াল রাখতে হবে বৃদ্ধাঙ্গুলি কালো রীডের মধ্যে যেন পতিত না হয়। হারমোনিয়ম বাজাবার জন্য ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তার সাথে তিনটি আঙ্গুলি ব্যবহার করা দরকার, শেষের কনিষ্ঠ অঙ্গুলি ব্যবহার করার দরকার নেই।

হারমোনিয়ম বাজাবার সময় ডান হাতের কব্জি রীড বোর্ডের উপরে থাকবে, এ অভ্যাসটা গড়ে উঠলে দ্রুত আঙ্গুল পরিচালনা করা যাবে। হারমোনিয়মের রীডে বা পর্দায় আঙ্গুল চালনার জন্য কিছু নিয়ম মেনে চলা দরকার। এতে সহজে এবং দ্রুত আঙ্গুল চালনা করা যাবে।

‘বি’ ফ্ল্যাট বা ‘এ’ শার্প স্কেলে শুদ্ধ স্বরযোগে আরোহীতে আঙ্গুলের প্রয়োগ বিধি-

 

 

শুদ্ধ স্বরযোগে অবরোহীতে আঙ্গুলের প্রয়োগ বিধি-

 

 

আমরা বৃদ্ধাঙ্গুলিকে- ১ম, তর্জনীকে- ২য়, মধ্যমাকে- ৩য়, অনামিকাকে- ৪র্থ এবং কনিষ্ঠাকে- ৫ম আঙ্গুল ধরবো। যা নীচের ছবির সাহায্যে দেখানো হলো-

 

 

আরোহীতে যে আঙ্গুল যে পর্দা স্পর্শ করবে অবরোহীতে সেই আঙ্গুল সেই পর্দাই স্পর্শ করবে। প্রথমে এই নিয়মে আঙ্গুল চালনায় অসুবিধা লাগবে । পরে আঙ্গুলের সকল জড়তা কেটে যাবে। পরে যখন এ ব্যাপারে পারদর্শী হবে, তখন নিজের সুবিধামত বা দক্ষতা অনুসারে আঙ্গুল পরিচালনা করা যেতে পারে বলে আমি মনে করি।

আরও দেখুন:

Exit mobile version