Site icon Classical Gurukul [ শাস্ত্রীয় সঙ্গীত গুরুকুল ] GOLN

হসসু ও হদ্দু খাঁ । শিল্পী জীবনী

গোয়ালিয়রের মহারাজা দৌলতরাও সিন্ধির রাজদরবারে অনেক কৃতি গায়কদের মধ্যে হসসু ও হদ্দু খাঁর নাম দুইটি বিশেষ উল্লেখযোগ্য।

 

হসসু ও হদ্দু খাঁ । শিল্পী জীবনী

 

হস্সু ও হদ্দু খাঁর নাম দুটি ভিন্ন হলেও সঙ্গীত জগতে একটি নামের সহিত আর একটি নাম ওতপ্রোতভাবে জড়িত। কারণ একই সময়ে একই গুরুর নিকট যথা পিতামহ নখান পীরবখস্ ও খুয়তাতের নিকট তাঁহার সঙ্গীত শিক্ষা লাভ করেন। তাঁহারা সহোদর ভাই ছিলেন। সুমিষ্ট, কণ্ঠ, অসাধারণ মেধা ও নিষ্ঠার ফলে অতি সহজেই তাঁহারা সঙ্গীত জগতে নিজেদের সুপ্রতিষ্ঠিত করিতে সমর্থ হন।

তৎসময়ে গোয়ালিয়র রাজদরবারে শঙ্কর খার পুত্র মহম্মদ খাঁ একজন গুণী খেয়াল গায়ক হিসাবে বিশেষ প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন। তৎকালে তাঁহার মতো শুদ্ধ খেয়াল গায়ক বিরল ছিল বলিয়া জানা যায়। কিন্তু দুঃখের বিষয় তিনি সঙ্গীত শিক্ষা দানে পরমুখ ছিলেন।

কিন্তু হসসু ও হদ্দু খাঁ এই ভ্রাতৃদ্বয় মহারাজের বিশেষ প্রিয়পাত্র ছিলেন বলিয়া, তাঁহার মহাসভায় মহম্মদ শঙ্কর খার গান চুরি করিয়া শুনিয়া তাঁহার উক্ত গায়ন শৈলী সম্পূর্ণ আয়ত্ত করিয়াছিলেন এবং পরবর্তীকালে স্বকীয় গায়ন শৈলীর সহিত উক্ত শৈলীর সংমিশ্রণ ঘটাইয়া এক নতুন গায়ন শৈলীর সৃষ্টি করেন।

এই দুই ভ্রাতৃদ্বয়ের মৃত্যুকাল সম্পর্কে সঠিক কোন নজির পাওয়া যায় নাই ।

Exit mobile version