রাগের সংগা ও বৈশিষ্ট্য

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ রাগের সংগা ও বৈশিষ্ট্য। সঙ্গীতে রাগের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ । যা শুনলে শ্রোতার মনোরঞ্জন হয় তাকে রাগ বলে। অবশ্য এ সংজ্ঞাতে রাগের পূর্ণ চিত্র প্রকাশিত হয় না। রাগ বলতে তাই, স্বরসমষ্টি দ্বারা গঠিত মনোরঞ্জনকারী এবং আরোহী ও অবরোহীর একটি বিশিষ্ট নিয়ম পদ্ধতি রক্ষাকারী রসাল রচনাকে রাগ বলে ।

রাগের সংগা ও বৈশিষ্ট্য

 

রাগের সংগা ও বৈশিষ্ট্য

 

রাগ তিন ভাগে বিভক্ত। যথা, সম্পূর্ণ, খাড়ব ও ঔড়ব। সাত স্বরযুক্ত রাগকে সম্পূর্ণ, ছয় স্বরযুক্ত রাগকে খাড়ব এবং পাঁচ স্বরযুক্ত রাগকে ঔড়ব রাগ বলে। ঠাট থেকে রাগের উৎপত্তি। প্রাচীনকালে রাগের ১০(দশ) টি লক্ষণ মানা হতো। এ লক্ষণগুলো হলো- গ্রহ, অংশ, ন্যাস, অপন্যাস, ঔড়বত্ব, অল্প বহুত্ব, মন্দ্র ও তার ।

প্রাচীন সঙ্গীত শাস্ত্রে স্বর ও বর্ণ দ্বারা ভূষিত ধ্বনিবিশেষকে রাগ বলা হয়। এটি মানবচিত্তে এক ধরনের রঞ্জক ধ্বনির আবহ সৃষ্টি করে। ধাতুগত অর্থ করতে হলে, যে স্বর লহরী মনকে রঞ্জিত করে তাকে রাগ বলা হয়। রাগসঙ্গীত, সংগীতের মূলধারার অংশ।

কোনো রাগের আরোহী অবরোহী তে ব্যবহৃত স্বরের সংখ্যা অনুযায়ী রাগের যে শ্রেণীবিন্যাস করা হয় তাকেই রাগের জাতি বলা হয়। অর্থাৎ সব রাগেই যে সাতটি করে স্বর ব্যবহৃত হবে এমন নয়।কখনো কখনো কোন কোন রাগে ছয়টি আবার কোন কোন রাগে পাঁচটি স্বরও ব্যবহৃত হয়।

 

রাগের সংগা ও বৈশিষ্ট্য

 

জাতি প্রধানত তিন প্রকার।যথা: সম্পূর্ণ জাতি:সাতটি স্বরই ব্যবহৃত হয় এই রাগে। ষাড়ব জাতি :এই রাগে ছয়টি স্বর ব্যবহৃত হয়। ঔড়ব জাতি :এই রাগে পাঁচটি স্বর ব্যবহৃত হয়। তবে বর্তমানকালে রাগের যে সকল বৈশিষ্ট্য মেনে চলা হয় সেগুলো হলোঃ

রাগের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো উল্লেখ্যঃ.

১। রাগ স্বরসমূহের বিশিষ্ট রচনা।

২ । রাগের মনোরঞ্জন করবার ক্ষমতা থাকবে ।

৩ । রাগে সাধারণত একই স্বরের দুটি রুপ (কোমল-তীব্র বা শুদ্ধ কোমল) পাশাপাশি ব্যবহার শাস্ত্র বিরুদ্ধ।

8 । রাগ রচনায় কমপক্ষে ৫টি স্বর ব্যবহার করতেই হবে। 

৫ । রাগ রচনায় একই সঙ্গে মধ্যম এবং পঞ্চম স্বরদ্বয়কে বর্জিত করা চলবে না।

৬ । কোন রাগেই ‘ষড়জ’ (সা) স্বরটি বর্জিত হবে না । 

৭ । ১০টি ঠাটই যাবতীয় রাগের উৎপত্তিস্থল।

 

রাগের সংগা ও বৈশিষ্ট্য

 

৮ । রাগে আরোহী, অবরোহী, বাদীস্বর, সমবাদীস্বর ইত্যাদি নির্দেশ থাকবে ।

৯ । বাদী হতে সমবাদী স্বরের দূরত্ব কমপক্ষে ৭ (সাত) শ্রুতি থাকবে । 

১০ । রাগের জাতি বিভাগ আছে যেমন-ঔড়র খাড়ব, খাড়ব- সম্পূর্ণ ইত্যাদি ।

আরও দেখুন:

Leave a Comment