আজকে আমাদের আলোচনার বিষয়ঃ রাগের সময় চক্র।
রাগের সময় চক্র
রাগের সময় চক্র
রাগ পরিবেশনের সময়কে সাধারণত দুই প্রকারে ভাগ করা হয়েছে। যেমন- রাগে ব্যবহৃত স্বর অনুসারে ও রাগের বাদীস্বর অনুসারে। রাগে ব্যবহৃত স্বর অনুসারে রাগ পরিবেশনের সময়- স্বরসপ্তকে শুদ্ধ ও বিকৃত মিলে মোট ১২টি স্বর থাকে । কেবল শুদ্ধ স্বর দ্বারা অথবা শুদ্ধ ও বিকৃত স্বরের সংমিশ্রণেও রাগ গঠিত হতে পারে।
এই শুদ্ধ ও বিকৃত স্বরের সমন্বয়ে গঠিত সঙ্গীতের রাগগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যেমনঃ
১) ঝা, দা কোমল ও গা শুদ্ধযুক্ত রাগঃ ব্যতিক্রম হিসাবে বা শুদ্ধ থাকতে পারে। পরিবেশনের সময় সকাল এবং সন্ধ্যা ৪টা হতে ৭টা পর্যন্ত।
২) শুদ্ধ রা, ধা যুক্ত রাগঃ গা-ও শুদ্ধ থাকবে। পরিবেশনের সময় দিবা ও রাত্রির ৭টা হতে ১০টা বা ১২টা পর্যন্ত।
৩) কোমল জ্ঞা, ণা যুক্ত রাগঃ পরিবেশনের সময় দিবা ও রাত্রির ১০টা বা ১২টা হতে ৪টা পর্যন্ত । এখানে ভোর ৪টা হতে পরদিন ভোর ৪টা পর্যন্ত সময়কে সম্পূর্ণ দিন ধরা হয়েছে।
দিবাভাগে-
১) ভোর ৪টা হতে বেলা ৭টা পর্যন্ত পরিবেশন করতে হবে কোমল ঝা, দা, ও শুদ্ধ গা যুক্ত রাগ। ব্যতিক্রম হিসাবে ধা শুদ্ধ থাকতে পারে। এই সময়ের রাগগুলোকে প্রাতঃকালীন সন্ধিপ্রকাশ রাগ বলা হয়। যেমনঃ ভৈরব ঠাট হতে- ভৈরব, রামকেলী, কালিংগড়া প্রভৃতি। পূরবী ঠাট হতে পরজ, বসন্ত প্রভৃতি। মারবা ঠাট হতে- ললিত, সোহিনী প্রভৃতি ।
২) বেলা ৭টা হতে বেলা ১০টা পর্যন্ত পরিবেশন করতে হবে শুদ্ধ রা, ধা, যুক্ত রাগ । ইহাতে গা-ও শুদ্ধ থাকবে। যেমন- বিলাবল ঠাট হতে বিলাবল, আলাহিয়া, দেশকার প্রভৃতি । কল্যাণ ঠাট হতে- গৌড়সারং, হিন্দোল প্রভৃতি। খাম্বাজ ঠাট হতে- গারা প্রভৃতি ।
৩) বেলা ১০টা বা ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত পরিবেশন করতে হবে কোমল জ্ঞা, ণা যুক্ত রাগ । যেমন- কাফী ঠাঁট হতে- ভীমপলশ্রী, বৃন্দাবনী সারং, পিলু প্রভৃতি। আসাবরী ঠাট হতে- আসাবরী, জৌনপুরী, দেশী প্রভৃতি। ভৈরবী ঠাট হতে- ভৈরবী, বিলাসখানী টোড়ী প্রভৃতি ।
রাত্রিভাগে-
১) বিকাল ৪টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিবেশন করতে হবে কোমল ঝা, দা ও শুদ্ধ গা যুক্ত রাগ। ব্যতিক্রম হিসাবে ‘ধা’ শুদ্ধ থাকতে পারে। এই সময়ের গীত রাগগুলোকে সায়ংকালীন সন্ধিপ্রকাশ রাগ বলা হয়। যেমন- ভৈরব ঠাট হতে- গৌরী। পূরবী ঠাট হতে- পূরবী, শ্রী, পুরিয়াধানেশ্রী প্রভৃতি। মারবা ঠাট হতে মারবা, পুরিয়া প্রভৃতি ।
২) সন্ধ্যা ৭টা হতে ১০টা বা ১২টা পর্যন্ত পরিবেশন করতে হবে শুদ্ধ রা, ধা যুক্ত রাগ । ইহাতে গা-ও শুদ্ধ থাকবে। যেমন- বিলাবল ঠাট হতে-দূর্গা। কল্যাণ ঠাট হতে- ইমন, কেদার, কামোদ প্রভৃতি। খাম্বাজ ঠাট হতে খাম্বাজ, তিলককামোদ, জয়জয়ন্তী প্রভৃতি ।
৩) রাত্রি ১০টা বা ১২টা হতে ভোর ৪টা পর্যন্ত পরিবেশন করতে হবে কোমল জ্ঞা, গা যুক্ত রাগ । যেমন- কাফী ঠাট হতে-কাফী, বাগেশ্রী, বাহার প্রভৃতি। আসাবরী ঠাট হতে- আড়ানা, দরবাড়ী কানাড়া প্রভৃতি । ভৈরবী ঠাট হতে- মালকোষ প্রভৃতি ।
আরও দেখুন: