রাগ সঙ্গীত সাধনার সূচী

শাস্ত্রীয় সঙ্গীতের আত্মা নিহিত রয়েছে রাগ সাধনার অন্তর্গত গভীরতা ও ধৈর্যে। ‘রাগ সঙ্গীত সাধনার সূচী’ হল একটি পর্যায়ক্রমিক ও সুশৃঙ্খল তালিকা, যা রাগসাধনার পথিকদের জন্য এক নির্ভরযোগ্য দিকনির্দেশনা প্রদান করে। প্রাচীন গুরুকুল পদ্ধতির আদলে নির্মিত এই সূচীতে রাগ সঙ্গীত শিক্ষার ভিত্তি থেকে শুরু করে ধীরে ধীরে উচ্চতর রাগচর্চা, অলঙ্কার, আলাপ, তান, ভিন্যাস, এবং রাগভেদে আবেগ প্রকাশের সূক্ষ্ম কৌশলসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রছাত্রীরা যেন ধারাবাহিকভাবে রাগসঙ্গীতের মাধুর্য ও গাম্ভীর্য আত্মস্থ করতে পারেন, তারই উদ্দেশ্যে এই সূচীটি পরিকল্পিত। এটি শুধু মাত্র একটি পাঠক্রম নয়, বরং রাগসাধক বা রাগসাধিকার জীবনের অন্তর্গত এক সাধনার পথরেখা, যা তাঁকে সংগীতের অন্তরতম অনুভবের দিকে এগিয়ে নিয়ে যায়।

রাগ সঙ্গীত সাধনার সূচী

 

 

সূচিপত্র

প্রথম অধ্যায় :সঙ্গীতের উদ্ভব

দ্বিতীয় অধ্যায় : সঙ্গীতের বিষয়ক সংজ্ঞা

তৃতীয় অধ্যায়ঃ রাগরূপ নির্ণয়

চতুর্থ অধ্যায়ঃ স্বরলিপি পরিচিতি 

পঞ্চম অধ্যায়ঃ হারমোনিয়ন ব্যবহার প্রনালী 

ষষ্ঠ অধ্যায়ঃ জনক রাগের পরিচয়সহ সার্গামগীত,লক্ষণগীত,তারানা,ছোট খেয়াল ও বড় খেয়াল

  •  জনক রাগের পরিচয়সহ সার্গামগীত,লক্ষণগীত,তারানা,ছোট খেয়াল ও বড় খেয়াল

সপ্তম অধ্যায়ঃ বিভিন্ন রাগের পরিচয়সহ ছোট খেয়াল ও বড় খেয়াল

  • বিভিন্ন রাগের পরিচয়সহ ছোট খেয়াল ও বড় খেয়াল

অষ্টম অধ্যায়ঃ তাল বিভাগ

  • তালের উৎপত্তি
  • তাল বিষয়ক সংজ্ঞা 
  • তাল বিষয়ক কিছু প্রশ্ন
  • হিন্দুস্থানী ও কর্ণাটকী তাল-পদ্ধতির তুলনা
  • আকার মাত্রিক পদ্ধতিতে তাল লিখন
  • বিভিন্ন তালের মধ্যে তুলনা

নবম অধ্যায় : ঘরানা পরিচিতি

  • ঘরানা পরিচিতি
  • বিভিন্ন প্রকার ঘরানার সংক্ষপ্ত বর্ননা

দশম অধ্যায়: বিভিন্ন রাগের পরিচয়

  • বিভিন্ন রাগের পরিচয়র
  • বিভিন্ন রাগের মধ্যে তুলনা 

একাদশ অধ্যায়ঃ গীতের প্রকার

  • গীতের প্রকার 

দ্বাদশ অধ্যায়: বাদ্যযন্ত্র পরিচিতি

  • বাদ্যযন্ত্র পরিচিতি 
  • বক্স হারমোনিয়াম 
  • তবলা পরিচিতি
  • তানপুরা পরিচিতি
  • দোতারা পরিচিতি
  •  বীণা পরিচিতি
  •  সেতার পরিচিতি
  •  সুরবাহার পরিচিতি
  •  সরোদ পরিচিতি
  • অন্যান্য বাদ্যযন্ত্রের পরিচিতি

ত্রয়োদশ অধ্যায়ঃ পাশ্চত্য সঙ্গীত সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা

  • স্বরঃ পাশ্চাত্য ধারণা 
  • বিভিন্ন প্রকার স্কেল
  • পাশ্চাত্য সঙ্গীতে তাল
  • টাইম সিগনেচার
  • স্ট্যান্ডার্ড নোটেশন
  • বিভিন্ন প্রকার ক্লেফ
  • স্টেম প্রয়োগ করার নিয়ম
  • কী সিগনেচার
  • বিরাম চিহ্নসমূহ
  • ডটেড নোট

চতুর্দশ অধ্যায় : সঙ্গীত বিষয়ক নিবন্ধ

  • রাগে বিবাদী স্বরের প্রয়োগ
  • সুরই সঙ্গীতের প্রাণ
  • রাগ সঙ্গীত ও লোক সঙ্গীত
  • সঙ্গীতের রস
  • সঙ্গীত ও ললিতকলা

 

 

 

পঞ্চদশ অধ্যায়ঃসঙ্গীত সাধকদের সংক্ষিপ্ত জীবনী

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী নজরুল ইসলাম
  • দ্বিজেন্দ্রলাল রায়
  • অতুল প্রসাদ সেন
  • রজনীকান্ত সেন
  • পল্লী কবি জসিম উদ্দিন
  • শার্ঙ্গ দেব
  • লালন শাহ্
  • হাসন রাজা
  • মুকুন্দ দাস
  • আব্বাস উদ্দিন
  • স্বামী হরিদাস
  • ফৈয়াজ খাঁ
  • যদু ভট্ট
  • তারাপদ চক্রবর্তী
  • মীরা বাঈ
  • সদা রঙ্গ
  • তুলসী দাস
  • আমীর খসরু 
  • সঙ্গীত সম্রাট তানসেন
  • পন্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখতে
  • ওস্তাদ খাঁ
  • পন্ডিত বিষ্ণু দিগম্বর আলাউদ্দিন
  • বড়ে গোলাম আলি খাঁ
  • কমলদাশ গুপ্ত
  • আবদুল করিম খাঁ

Leave a Comment